Thursday, January 15, 2015

MediaEditor software for Android mobile phone


আচ্ছালামুয়ালাইকুম কেমন আছেন সবাই,আশাকরি ভাল আছেন আমি আল্লাহর রহমতে ভাল আছি ।
আমি আজ দেখাব কিভাবে android মোবাইলে picture দিয়ে ভিডিও তৈরি করা যাই ।আমারা সবাই জানি এই কাজ শুধু আমাদের pc/laptop এ করা যাই ।কিন্তু এখন আপনি আপনার শখের এন্ড্রোয়েড মোবাইল ফোন দিয়ে এই কাজ করতে পারবেন একটি android software দিয়ে ।কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের টিউন ।সপ্টওয়ার টির সাইজ মাত্র 6.3mb ।

প্রথমে এখান থেকে সপ্টওয়ারটি ডাউনলোড করুন

তারপর আপনার আন্ড্রোয়েড মোবাইল ফোনে ইন্সটল দিন ।সপ্টওয়ারটি ওপেন করুন ।তারপর creat anew project এ ক্লিক করুন ।নিছের চবির মত ।
mediaeditor software for android

ক্লিক করার পর নিছের মত আসবে ।
mediaeditor software fo android

এবার Add বাটানে ক্লিক করুন ।এবার আপনার পছন্দের ছবি গুলো সিলেক্ট করুন ।মানে যেই ছবি গুলা দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেই ছবি গুলা সিলেক্ট করুন ।
এবার ছবির মধ্যে কোন অডিও গান দিতে চাইলে ।
Audio Editor বাটানে ক্লিক করুন ।
এখন আপনার পছন্দ মত মিউজিক দিয়ে দিন ।তারপর render বাটানে ক্লিক করুন ।
আপনার ভিডিও তৈরি হয়ে গেছে ।play video তে ক্লিক করে আপনার ভিডিও দেখেনিন ।কোন কিছু বুঝতে সমস্যা হলে কম্মেন্ট করবেন ।আমি মনে করি সমস্যা হবেনা মাত্র কয়েকটি ধাপ ই তো পারবেন ।আজ এখানে বিধায় নিচ্ছি ,আবার দেখা হবে “ইনশাআল্লাহ” ।

সেই সময় পর্যন্ত ভাল থকবেন, সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ ।


No comments: